আজ (০৫ই অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস



পৃথিবীর সকল সংস্কৃতিতেই একজন শিক্ষককে বাবার মত সম্মান করা হয়। একজন ভাল শিক্ষক তার ছাত্র-ছাত্রীর জীবন পরিবর্তনে বাবা মায়ের চেয়েও বেশী অবদান রাখতে পারে। একজন শিক্ষকের সঠিক পরামর্শ এবং দিকনির্দেশনা কারো জীবনের গোল প্রতিষ্ঠার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাতদের সকলেই তাদের সফলতার জন্যে স্কুল -কলেজে ফেলে আসা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। আমিও আমার শিক্ষদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

শিক্ষক দিবসের ইতিহাসঃ১৯৬২ সাল থেকে ভারতের বিখ্যাত দার্শনিক ড. সারবেপাল্লি রাধাকৃষ্ঞকে সম্মান ও শ্রদ্ধা দেখানোর জন্য বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়। ১৮৮৮ সালের আজকের এইদিনে ভারতে জন্মগ্রহন করেন এই মনিষী এবং ১৯৫৪ সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভুষিত হন। তিনি ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রেসিডেন্ট। তার অনুরোধের প্রক্ষিতে ১৯৬২ সাল থেকে তার জন্মদিনকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করে বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানানো হয়

ছবিঃ ডিইএলএল,আইআইইউসি -এর শিক্ষকদের একাংশ।

@০৫ অক্টোবর, ২০১৬ 
আজ (০৫ই অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস আজ (০৫ই অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস Reviewed by সার্থান্বেষী on অক্টোবর ০৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.