ইংরেজী শেখা সিক্স প্যাক বডি বানানোর চেয়ে ৭ গুন কঠিন।
জিম করে সিক্স প্যাক বানানো আর বডি বিল্ডার হয়ে যাওয়া একদম সোজা৷ দৈনিক ২ ঘন্টা জিম করো।বেশি বেশি খাও,ভালো মানের একটা আমেরিকার সাপলিমিন নাও আর ঘুমাও।
৩ মাস অথবা ৬ মাসে বডি বিল্ডার। দৈনিক ২ ঘন্টা পরিশ্রমে বডি বিল্ডার।
তবে আপনি দৈনিক ২ ঘন্টা ইংরেজি নিয়ে পড়াশোনা করলে ২০০ বছরেও ইংরেজী শিখতে পারবেন না। যদি আপনি ইংরেজীতে খুব কাঁচা হন৷ কাঁচা বলতে,আপনি যদি গ্রামার ভালো মতো না বুঝেন।মুখের ফ্লুয়েন্সি একদম নেই৷ প্রনাউন্সিয়েশন এ সমস্যা৷ এই ধরনের সমস্যাগুলো খুব মারাত্বক৷ এগুলো কাটিয়ে উঠা খুব খুব চ্যালেঞ্জিং ব্যাপার৷ তবে স্পোকেনে আর গ্রামারে একটু একটু ভালো হলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। খুব ভালো আর স্মার্ট ইংরেজী বলতে বেশি সময় লাগে না।
ইংরেজী শেখা খুব বড় সাধনা আর ভয়ের নাম৷ অনেকে ইংরেজীকে খুব সহজ মনে করেন,অনেকে যমের মতো ভয় পান৷ তবে একটা কথা হচ্ছে ইংরেজীকে ভয় পেয়ে আসলে লাভ নাই৷ ইংরেজীকে যে ভয় পাবে তাকে ইংরেজী আজীবন দৌড়িয়ে বেড়াবে। আর ইংরেজী বিভাগের স্টুডেন্ট দের জন্য তো ইংরেজী জানা খুব জরুরি৷ ইংরেজী বিভাগের স্টুডেন্টদের জন্য ইংরেজী হচ্ছে অলংকার এর মতো৷ ইংরেজী থেকে ভাগা যাবে না৷ ইংরেজী থেকে যে ভাগবে সে ভবিষ্যতে ইংরেজী বিভাগে পড়তো এটা বলতেও বেশ লজ্জা পাবে৷
আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এর ইংরেজীতে সমস্যা৷ আমার ও আছে৷ আমিও ইংরেজী পারি না৷ কিন্তু আমরা খালি ইংরেজীর বিপরীতে দৌড়াই৷ ইংরেজী থেকে পলাই পলাই থাকি!!ইংরেজীকে ফেস করতে চাই না৷ যারা এমনটা করে তারা এক সময়ে এসে এমন ধরা খাবে,ধরা খেতেই থাকবে৷ চাকরি জীবন কোন রকম পার করলেও সংসার জীবনে ধরা খাবে৷ এটলিস্ট ছেলেমের কাছে ধরা খাবে৷ ।
ইংরেজী শিখতে হলে আপনাকে সাধনা করতে হবে। কঠোর সাধনা৷ এই সাধনা শারিরীক সাধনা নয়৷ মানষিক সাধনা৷
ইংরেজী শিখতে হলে আপনাকে যা যা করতে হবেঃ
★চোখ যতক্ষন খোলা আছে ততক্ষন ইংরেজী প্র্যাক্টিস করতে হবে দৈনিক কমপক্ষে ১২-১৩ ঘন্টা৷ গোসল করতে গেছেন,"গায়ে সাবান মেখেছেন কিন্তু পানি আসছে না" এই টার ইংরেজী কি? আপনাকে খুঁজে বের করতে হবে৷ বাজারে যাচ্ছেন,জুতা ছিঁড়ে গেছে। এটা ইংরেজী কি? খুঁজে বের করবেন প্রয়োজনে আপনার শিক্ষিককে ফোন দিবেন৷ শিক্ষক ব্যাস্ত থাকলে ডিপার্টমেন্ট এর বড় ভাইয়ের হেল্প নিবেন যিনি ইংরেজীতে ভালো৷ সবসময় ইংরেজী নিয়ে চিন্তা করবেন৷ যা আপনি দেখেন,তাই মনে মনে ট্রান্সলেট করার চেষ্টা করুন।
★বেশি বেশি ইংরেজী বই পড়তে হবে৷ ইংরেজী এসেই পড়তে হবে৷ এসে পড়তে বিরক্ত লাগলে ইংরেজী মুভি দেখুন সাবিটাইটেল সহ৷ মনযোগ দিয়ে শুনতে হবে। এতে আপনার লিসেনিং স্কিল ডেভলাপ হবে। আর ইংরেজীতে অনেক কথা আছে যেগুলা আমরা বাংলায় ব্যাবহার করি না।
যেমন, hi!! How are you? ওহে,কেমন আছো? আমরা বাংলায় কথা বলার সময় ওহে বলি নাকি? বলি না। কারো বাবা মারা গেছে,আপনি এই সংবাদ শুনে বলবেন৷ " oh!! Im so sorry for ur great loss" কিন্তু এটার বাংলা করতে গেলে খুব অদ্ভত। আরে ভাই ওর বাবারে তো আপনি খুন করেন নাই। আপনি কেনো সরি বলবেন? ইংরেজী টা এমনিই। ইংরেজরা যেই সিচুয়েশনে যা বলে তা আমাদের ব্যাবহার করতে হবে৷ তামাদের জানতে হবে৷ জানার জন্য মুভি দেখতে হবে অথবা গল্প পড়তে হবে
★ ইংরেজী বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে৷ ভার্সিটি ক্যাম্পাসে,স্যারদের সাথে৷ ফ্রেন্ডদের সাথে৷ গার্লফ্রেন্ডদের সাথে৷ সবার সাথে ইংরেজীতে কথা বলুন৷ অনেকে হাসতে পারে,ব্যাপার না৷ সবাই যখন হাসবে তখন বুঝবেন আপনি ভালো কিছু করছেন৷ সক্রেটিস দের ও কিন্তু মানুষ পাগল বলতো৷ তাদের নিয়ে হাসাহাসি করতো৷ দেখেছেন? আপনাকে ফিলোসফার এর সাথে তুলনা দিয়ে দিলাম। মুখের ফ্লুয়েন্সি আনতে হলে ভায়া প্র্যাক্টিস করতে হবে। আর আমি বুঝি না,ভার্সিটির স্টুডেন্টরা ইংরেজী বলে না কেনো? অন্তত ইংরেজী বিভাগের স্টুডেন্টদের ইংরেজীতে কথা বলা উচিত৷ মুখের ফ্লুয়েন্সি আনতে কথা বলবেন৷ মুখের আড়মোড়া ভেঙে একসময় অনর্গল ইংরেজী বলতে পারবেন৷
এই কয়েকটা বিষয় ফলো করলে হয়ে যাবে৷ সাউফুর্স বাদ৷ অমুক কোচিং বাদ,তমুক কোচিং বাদ৷ আপনাকে আপনার চেয়ে ভালো কেউ জানে না৷ কি করলে আপনি পারবেন সেটা তো আপনিই ভালো জানেন৷ তাই না? নিজেই চেষ্টা করুন৷
ইংরেজীকে ততোক্ষন প্র্যাক্টিস করুন যতক্ষন আপনি ফেসবুকে সময় দেন৷ তারপর দেখেন আপনাকে ঢেকায় কে??
দৈনিক ২ ঘন্টার পড়াশোনায় কখনো ইংরেজী শেখা সম্ভব নয়৷ সাধনা করতে হবে ভাই৷ সাধনা!!!
লিখেছেনঃ
ফরহাদ ইকরাম
শিক্ষার্থী ,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ইংরেজী শেখা সিক্স প্যাক বডি বানানোর চেয়ে ৭ গুন কঠিন।
Reviewed by সার্থান্বেষী
on
অক্টোবর ১৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: