পরীক্ষা তো শেষ, কেমন বোধ করছেন-
সেদিন পত্রিকার পাতা খুলতেই একটা খবর পরে খুব ভাল লাগল-
" সিঙ্গাপুরে উঠে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি "।সেদেশের ছেলে মেয়েরা কতটা খুশি হয়েছে বা হবে সেটা দেখার ব্যপার না, আমি কতটা আনন্দিত হয়েছি সেটার আমার মনের ব্যপার। আবার আরও একটা আনন্দের ব্যপার হচ্ছে - গতকাল(১০/১০/২০১৮) আমার তথা আমার ব্যচমেটদের সকলের পরীক্ষা শেষ হয়েছে - বলে রাখা ভাল এটাই আমাদের স্নাতক পর্যায়ের শেষ পরীক্ষা ছিল- সেজন্যই এমন অবস্হায় কার কি অনুভুতি সেটা জানার জন্য সকলকে একটি কমন প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে - প্রশ্নটি ছিল--
"এক্সাম শেষ, আপনার চতুর্দিকের অনুভুতি কি??সকলকের মনের একদম গোপন কথাটাই তুলে আনার চেষ্টা ছিল বলেই হয়ত তারা অকপটে নিজের মনের কামনা বাসনার বহিঃপ্রকাশ করেছেন -- কে কি লিখেছে দেখুন আপনার চোখেই।
কয়েক লাইন উত্তর দিন-"।
(সরাসরি তাদের উত্তর এখানে উল্লেখ করা হয়েছে)
জিহান(৩৬তম)---
এক্সাম প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এক বিভিষিকার নাম। এক্সাম শেষের আনন্দ অনেকটা ঈদের দিনের খুশির সাথে তুলনা করা হয়। এক্সাম শেষে আমার চর্তুদিকে নানান পরিবর্তন দেখতে পাই। বিশ্ববিদ্যালয় জীবনের এই সময়টার অপেক্ষায় প্রত্যেক স্টুডেন্ট থাকে। পরীক্ষার পরের সময়টুকুতে প্রায় হিড়িক পড়ে যায় বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়ার। প্লানিং, প্যাকিং সবমিলিয়ে অলমোস্ট সবাই বিজি। ট্যুরের পাশাপাশি অন্য একটি মহান গ্রুপকে দেখা যায় বিজিএস সহ দেশের কম্পেটেটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে। অন্য একটি গ্রুপ থাকে পরীক্ষা পরবর্তী সময়ে বাড়িতে অবস্থান করে খায় আর ঘুমায়---
সাব্বির(৩৬ তম)-
জীবন চলার পথ গতিশীল এবং খুবি অমসৃণ। তবে এগিয়ে যেতে হলে থেমে থাকলে চলবে না।এগিয়া জান ভাইয়ারা।আপনাদের দেখনো পথকে অনুসরণ করবো।
আর হ্যা আপনাদেরকে মিস করবো।টুকর টুকরো স্মৃতি আনাগোনায় রয়েই যাবেন আপনারা😍😍😍
ফাহমিদা বিনতে জালাল-(২৯তম)
এক্সাম দেওয়ার পরে খারাপ লাগলেও এখন আর লাগতেছেনা
এই ভেবে যে আমার এক্সাম শেষ।।
wanna dance in chammak challo 😜
আদেল হালিম-(২৯ তম)
প্রতিদিনের মত আজকেও আসা যাওয়ার মধ্যে ভার্সিটি থেকে ফিরলাম। মনেই হলোনা এটা আমার শেষ বারের মত ফিরিয়ে আসা বা আমার একাডেমিকাল শেষ। যেখানে বাহির প্রবেশে আমার কোন বাধা ছিলোনা সেটাতেই পরবর্তিতে প্রবেশে আমাকে আগে জবাবদিহিতা করতে হবে। জগতের নিয়মইতো এমন। কাল ছিলাম আইআইইউসির ছাত্র আজ হলাম সাবেক, প্রাক্তন। বিদায়ের এই মুহুর্তে মনে হচ্ছে বিগত সময়টা ভার্সিটিকে আরো দিতে পারতাম। কিন্তু সময় যখন ফুরিয়ে আসছে তখন মনে হওয়ার দামই বা কি? সত্যি মনকে বুঝাচ্ছি আগত সময়টা কেমনে কাটাব তোমাদের মত বন্ধুদের ছাড়া। তোমাদের থেকে শিখেছি অনেক কিছু। সত্যি বলতে আমি আগে প্রচন্ড রাগী ছিলাম, তোমাদের সংস্পর্শে এসে কিছুটা কন্ট্রোল করতে পেরেছি।
মিস করব বলার অপেক্ষা রাখেনা। আবেগময় পরিবেশ মানুষকে আক্রান্ত করে। তোমাকে এটি লিখতে গিয়ে আমিও শিকার। দুচোখ জুড়ে পানি আসল অজান্তে।
ভালো থেকো গোলাকার পৃথীবি, হায়াত থাকলে দেখা হবে, হায়াত ফুরালেও দেখা হবে জান্নাতে। ইনশাআল্লাহ।। আল্লাহ আমাদের ভবিষ্যৎ কে উজ্জল করুক। এবং পরপারেও যাতে জান্নাতে যাওয়ার মত কাজ যেন দুনিয়ায় করে যেতে পারি, তার তৌফিক দান করুক। আমিন।।
মোহাম্মদ ফরহাদ- (২৯ তম)
বাস্তবতাকে মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতে হলো যে, আজ অনার্স জীবনের শেষদিন।
অনেক অনুভূতিতে সিক্ত হইছি কিন্তু আজকের অনুভূতি টা প্রকাশ ভঙ্গিমা ছিলো, হেসেখেলে বিদায় দিচ্ছি অ---নে---ক কিছুকে। যেগুলোর স্থান স্মৃতির পাতায় পাওয়া যাবে, বাস্তবে না।
মিজানুর রহমান-(২৯তম)
আমার মনে হয় না অতীতে এই রকম খুশি হয়েছি।গতরাত যখন পড়তে বসলাম তখন মাথায় পরীক্ষা শেষ হবে এই কথাটা বারবার ভাবতেছি।আমি বলে বুঝাতে পারবা না কেমন হ্যাপি এই মুহুর্তে। সবচেয়ে মজার বিষয় হলো পরীক্ষা শেষ হওয়ার মুহুর্তে উওরগুলা দিতে অনেক কষ্ট হয়েছে।হাত চলতেছে না সেই সময়।এখন ঘুমাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল থেকে BCS রোগে আক্রান্ত হওয়ার জন্য নিয়ত করেছি।
আজকে এখানে রাখলাম।অনুভুতি লিখে শেষ করা যাবেনা।
Love you....
তাহমিনা সাইদ-(২৯তম)
আমার জীবনের স্মৃতির পাতায় যোগ হয়েছে আরো ও একটি অধ্যায়। যেটার অস্তিত্ব থাকবে শুধুই স্মৃতিতে।সময় কিভাবে ফুরিয়ে গেল বুজতেই পারিনি।মনে হচ্ছে এইতো কিছুদিন আগেই শুরু হলো। ক্যাম্পাসে বান্ধবীদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস, অ্যাসাইনমেন্ট, ভাইভা, প্রেজেন্টেশন নিয়ে দৌড়াদৌড়ি এভাবেই কেটে গেল শিক্ষাজীবনের চারটি বছর।
ক্যাম্পাসের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে আমাদের মজার স্মৃতি, আনন্দ-বেদনার বিভিন্ন ঘটনা।
কিভাবে এতটা সময় পার হলো ভাবতে পারিনি।
যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। টানা চার বছর একসঙ্গে একটি পরিবারের মতো ছিলাম। অনেক আনন্দ লাগছে ঠিকই। কিন্তু আনন্দের চেয়ে কষ্টটা আরো বেশি মনে হচ্ছে।
প্রিয় ক্যাম্পাস ছেড়ে বিদায় নিতে হবে।স্মৃতি হয়ে থাকবে ভালোবাসার ক্যাম্পাস। হাসি-কান্নার সাথীদের আর পাওয়া যাবেনা একসাথে এভাবে।
বিদায় বেলায় মনের মধ্যে একটাই কথা- আবার দেখা হবে তো...????
আরশি-(২৯ তম)
xm khatay likte gie hat kapcilo ay tai buji last xm hnrs life ses krlam bro kotha na life er onno ekta Step agalam kicu o orjjon kora sada 😞😞😞😞
কাওসার মাহমুদ শুভ-(২৯ তম)
"অনার্স জীবনের শেষ পরীক্ষা দিয়ে আজকে আমার কাছে মনে হচ্ছে আমার পড়ালেখা শেষ হয়নি, বরং আমি পড়ালেখার এই বিশাল জগতে পদার্পণ করার জন্য নমিনেশন লাভ করেছি। "
মামুন মোহাম্মদঃ(২৯তম)
নিজেকে বিয়ের বাজারের পন্য হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা।
সৈয়েদা হক তামান্না-(২৯ তম)
"I'm too tired to be inspired by anything"
"khabo dabo ghumabo... series dekhbo"
"biya kormu"
"erpor shukhe shantite shongshar kormu"
"I want to be a good homemaker, a good mom,a good wife in one word wanna be a proper women"
আফনান-(২৯ তম)
"ghumate parbo relax e thakbo result dibe"
"bash khabo""biye thekabo then mstrs er juddo korbo" "kadbo juddo korbo hashbo ashbo"
"apatoto ami ghumate chai koyek din bt vava name arekta jala ache"....vaiva*😜
তাসফিয়া মাহমুদ-(২৯ তম)
Trpr hoche um feeling sad as well as ami amr frnd dr shthe evbe r tym spend krte prbona, shbar shthe evbe r dkha hbena, dn I'll miss the call that I receive from ruhi everyday as she reserves a sit in the bus every morning for me. Trpr ami sad thkleo ekta shantona chlo ami klk vrsty jbo shbr shthe dkha hbe I'll be ok bt ekhn oita r hbena
রহমান জিশান-(২৯তম)
অনেক আগের প্লেন ছিল! বন্ধুরা মিলে ঘুরতে যাব। কিন্তু হচ্ছেনা, ধুর!! পোকেট টাকার জন্ন্য গালা গালি করছে, মানে পকেটে টাকা নাই, পোকেট খালি! আব্বু কে বললাম টাকার কথা, উত্তরে দিলেন HONS সেশ, চাকরি-বাকরি করো টাকা কামাও, তারপর ইচ্ছা মত ঘুরতে যাইও।
চিন্তা করছি এক্সামটা সেশ হইল কেন?, না হইলেই ভাল হইতো! অনুভুতি টা তাই দমকা বাতাসের মত আসা যাওয়া করভহে!মুক্তা ইসলাম-(২৯তম)
Honors life ta ses hoye gelo dekte dekte... 4 ta bochor ses hoye gelo...otocho mone hocce sei din e to 1st smster e cilam...kob karap lage jkn eta cinta kori hoito frnd der k niye emon ekta hangouts r hbena jetate pora discuss kora hobe...sobkicu kei onk miss korbo.. sir, mem,মামুনুর রশিদ-(২৯তম)
cls, frnds sobkicu k..sokal sokal gum teke ute r bus er jnno darano hobena..hobena r eksate cls kora...esob asolei sodo sriti hoye takbe...
After examinations,I am feeling fantastic and enjoying my time by doing unnecessary tasks I am happy as well as sad by those days at the rail-line with our comrades which cannot be eraseable .তাসনিয়া আলম রুহি-(২৯তম)
If you ask me how I feel
I would say, exams to ashbe, life is full of exams hoyto jader sathe ajk exam dicchi tara hoyto kalk thakbe na, but oder jaiga kew nite parbe na, ha new faces ashbe jader sathe future e exams dibo kew hoyto mone sthayi thakbe amar exams er sathi hoye, abar kew hoyto amar against e dariye try korbe shei exam gulo k aro difficult kore dite,
Still I wanna meet both these types of people because ami jodi ei 2 dhoroner persons k na face Kori tahole kokhonoi exams er mormo bujhbo na😊
খায়রুন নাহার-(২৯ তম)
কষ্ট টা আসলে একপ্রকার মোহ যেমনটা আমাদের বাবা-মা আমাদের পরিবারের জন্য একটা মোহ কাজ করে তাদেরকে ছেড়ে থাকতে আমাদের যেমন কষ্ট হয় অনেকটা সেরকম এই চারটা বছরে আমরা বিশ্ববিদ্যালয় সাথে ঠিক সেইরকম একটা সম্পর্কে জড়িত ছিলাম যার জন্য আজকে এটার জন্য এতটা মোহ কাজ করতাছে কিন্তু এটা বাস্তবতা যে কিছুদিন পরে মোহটা কেটে যাবে।
কয়েকটি লাইন বলেই শেষ করব- কতজনের মনের বাসনা যে কত রকম হতে পারে সেটা এ প্রশ্নোত্তর থেকে ক্লিয়ার হওয়া যায়। আমি সে বিবেচনায় না গিয়ে শুধু এটুকুই বলব যে মেয়েদের চেয়ে ছেলেরা এখনও অনেক বেশী আত্মনির্ভরশীল এবং তাদের চাওয়া পাওয়া আগের মতই রয়েছে।
কৃতজ্ঞতাঃ উত্তর প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি- সুন্দর হোক আপনাদের আগামী, পথচলা হোক মসৃন।
-সায়েম মাহামুদ, ২৯ তম ব্যচের একজন😜
পরীক্ষা তো শেষ, কেমন বোধ করছেন-
Reviewed by সার্থান্বেষী
on
অক্টোবর ১১, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: