রুমমেটের কলমের আঘাতে রক্তাক্ত আসমা-




ঠুনকো বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে মেজাজ নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে নিজ রুমমেটকে আঘাতে জর্জরিত করে অপর রুমমেট। ভুক্তভোগীর মাথায় তেমন বড় কোন আঘাত না লাগলেও মনে খুব ব্যথা পেয়েছে - তাকে নিকটস্হ মনো-চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাজ সেরে হলে ফিরলে নিজ রুমমেট আকলিমা আক্তার(২২) এর সাথে তর্কাতর্কির এক পর্যায়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে আসমা খানম(২৩)। আকলিমা আক্তারের চিৎকার শুনে পাশের রুম থেকে বিবি কুলসুম এসে দেখে আকলিমার মাথা থেকে ফোটা ফোটা রক্ত বের হচ্ছে আর সে চিৎকারে কাতরাচ্ছে। এসময় বিবি কুলসুম তাদের দুজন সম্পর্কে বলেন, "তারা প্রায়ই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে থাকে, এটা তাদের নিত্য কাজে পরিণত হয়ে গেছে। " 

বিবি কুলসুমের সহযোগিতায় পুলিশ ঘটনাস্হলে পৌছলে সেখান থেকে একটি রক্তাক্ত কলম  উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এ কলম দিয়েই হয়ত তাকে আঘাত করা হয়েছে৷ ঘটনাস্হল থেকে তিন হাত দুর থেকে আকলিমাকে উদ্ধার করে পুলিশ তাকে নিজের খাটে বসিয়ে রেখেছে 😊

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা বলে, "আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে খারাপ পরীক্ষা দিয়ে রুমে পৌছাই তখন এসেই দেখি সে আমার আগের বয় ফ্রেন্ডের দেয়া সুন্দর কলমটি দিয়ে সে তার বয়ফ্রেন্ডের কাছে চিঠি লিখছে "। তাকে আঘাত করার কারণ হিসেবে আসমা বলেন, " সে এমনই, এর আগেও আমার অনেক কিছু ঠিক জায়গা থেকে সরিয়ে নিজেরটা ঐ জায়গায় রেখেছে, আমার সব জিনিস সে ব্যবহার করে নষ্ট করে ফেলে"। "এমনিতেই খারাপ পরীক্ষা দিয়ে বাসায় ফিরেছি তার উপর এমন অবস্হা দেখলে কার মন ঠিক থাকে বলেন- "যোগ করেন আসমা। 

এটা সাধারণের চোখে সামান্য সমস্যা হলেও আসমা খানম এটাকে মারাত্বক সমস্যা চিহ্নিত করে বলেন " এর আগেও সে বাসে আমার খাতা সামনের সিট থেকে সরিয়ে পেছনের সিটে রাখে, আর সামনের সিট নিজে দখল করে বসে, আমি ভাল পরীক্ষা দিলেও সে হিংসে করে"।☺

তাদের এ ঘটনা সম্পর্কে হোস্টেল প্রভোস্ট আকমল আলী বলেন, " মেয়ে তো মেজাজ সব সময়ই খিটখিটে থাকে, তারা খুব সহজ ব্যাপারগুলোকেও সহজভাবে নিতে পারে না "।এর আগেও খুব তুচ্ছ ব্যাপার নিয়ে তাদের ঝগড়া বিবাদের কথা স্বীকার করে পাশের রুমের বাসিন্দা সলিমা খাতুন বলেন, " আমরা প্রায়ই তাদের সমস্যা নিয়ে কথা কাটা কাটির চিত্র দেখি, তারা প্রায়ই স্যারদের কাছে নালিশ নিয়ে যেত "৷ 

বিঃদ্রঃ ঘটনার পুরো কাহিনী, চরিত্র ও উপমা সবকিছুই কাল্পনিক, তবে এ ঘটনার মত ঘটনা আমাদের সমাজে প্রায়ই হয়ে থাকে যেখানে অল্প হলেও তাকে আমরা খুব বিশাল করে ঝগড়া বিবাদে জড়িয়ে পরি৷ সমাজে বা পরিবারে বা আমাদের হলগুলোতে শান্তি শৃংখলা বজায় রাখতে আমাদের আরও অনেক বেশী সহনশীল হতে হবে।
রুমমেটের কলমের আঘাতে রক্তাক্ত আসমা- রুমমেটের কলমের আঘাতে রক্তাক্ত আসমা- Reviewed by সার্থান্বেষী on সেপ্টেম্বর ২৩, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.