বউয়ের লজ্বা, আমার সুখ
হ্যা! ঘটনাটা সত্য। এক কলংকজনক কাজের কারণে আমার বউ কারও কাছে মুখ দেখাতে লজ্বা পায়। তার এহেন কর্মকাণ্ডে উপরে উপরে লজ্বা পেলেও ভিতরে ভিতরে বেজায় খুশি আমি ও আমরা (স্বামীকুল)। বেশ কদিন যাবৎ খুব উৎসাহ নিয়ে এ দিনটার অপেক্ষা করছিল সে অবশেষে দিনটা এল - কিন্তু তার সে উৎসাহ, উদ্দীপনা এখন আর অবশিষ্ট নেই। সব যেন নিঃশেষ হয়ে গেছে এক ঝরেই।হ্যা! এখন পর্যন্ত ঠিকই শুনছেন - আজকের ঘটনার কারণে আমার বউ বেশ লজ্বা পেয়ে একবারে কুয়োর ব্যঙ হয়ে গেছে - তাকে এখন আর আগের মত সবার সাথে হাসি খুশি কথা বলতে দেখা যায় না, একটু আগ্রহ নিয়ে বন্ধুদের কত প্রশ্নের উত্তর দেয়ার যে হিরিক ছিল তাও কেমন মিইয়ে গেছে। তার এতসব কষ্টের পরেও কেন যেন আমার মনে বেশ আনন্দ দোলা দিচ্ছে - তার সামনে মলিন মুখ নিয়ে বসে থাকলেও আড়ালে বিজয়ীর হাসি দেই তাতে সন্দেহ নেই। আর দিবই না কেন, এটা যে সব স্বামীই দিত - সব স্বামীই তো এটা চায় 😊। কথা না বাড়িয়ে চলুন কাহিনীটা শুনি---
আমার বাড়ি রয়্যাল ডিসট্রিক্টের আশেপাশে বলে বউও বেছে নিয়েছি রয়েল সাবজেক্ট দেখে। সে ২০১৪ সালে অনার্স শেষ করে এখন চাকরী খুজতেছে। সোনার হরিণ -সে কি আর চাইলেই পাওয়া যায়!! আমার বউ আজও চাকরী পায়নি -- সে কত করে যে চেষ্টা করে। চেষ্টা করতে করতে গায়ের শ্যামলা বর্ণ এখন ধুসর কালোতে রূপ নিয়েছে, দিনরাত খাট থেকে বিছানায়, চেয়ার থেকে কেদারায় পরেই যাচ্ছে,পরেই যাচ্ছে। তবুও চাকরী তো আর ধরা দেয়না। তার সব আশা পুঞ্জিভুত শুধু একটা ভাল মানের চাকরীতে - যার দ্বারা সে সকলকে খুশি করতে পারে। প্রতি বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকালে তার মুখ দেখলে আমারও মন চায় একটা চাকরী খুজি কিন্তু সাহস পাইনা - শুধু তার আশা ভরা মুখ দেখে একটা মিস্টি হাসি দিয়েই খ্যান্ত হই। শুক্রবার দুপুর - সে পরীক্ষা দিয়ে এলেও সে আশাভরা মুখ অমলিনই দেখি - প্রান ভরে। আশা শেষ হয় না, সে অপেক্ষা করতে থাকে-কবে তার রেজাল্ট দিবে, সে আমাকে বলতে পারবে "আমি সফল, আমার চাকরী হয়ে গেছে"। আজ (কল্পিত) শুনলাম তার ইন্টারভিউর রেজাল্ট দিয়েছে এবং সে সফলভাবে অকৃতকার্য রূপে তালিকাভুক্ত হয়েছে।
আজ আমার বউ আর কথা কয়না আগের উচ্ছাস নিয়ে,মুখে কেমন একটা লজ্বার ছাপ পরেছে৷ রেজাল্ট হয়েছে শুনে বহুজন বহুদিক থেকে কল দিচ্ছে কিন্তু সে কল আর কান অবধি পৌছয় না - বান্ধবীরা ডাকলেও কেমন কানের মেশিন নষ্ট ভাব 😄।শত হলেও বউ তো, আর একটাই মাত্র বউ - তার কষ্টই আমার কষ্ট, তার ব্যথাই আমার ব্যথা - হোক সেটা বাহিরে বা ভিতরে। তার চাকরী হয়নি ব্যপারটা শুনলে মনের ভিতরের কোষগুলো অজানা কারণে নাচানাচি শুরু করে - এই ভেবে যে, বউ এখন আপাদমস্তক আমার,চাকরী হয়ে গেলেতো তার অর্ধেকটা মাস শেষে মোটা অংকের টাকার কাছে বিক্রি হয়ে যাবে৷
আমি কখনও চাইনা আমার একমাত্র বউ অন্যের অধীনে চাকরী করুক, কিন্তু তার একান্তিক ইচ্ছার কারণে ইন্টারভিউ পর্যন্ত সায় দিয়ে দিনভর দোয়া করি যেন চাকরী- ফাকরী এসব তার না হয়😊।
কত কথাই বলে ফেললাম - ভিতরের সব কথা কেমন করে যেন বের করে দিলাম দ্বিধাহীনভাবেই। দুঃখিত, আমার বউ এহেন সিচুয়েশনে পরে মারাত্বক আহত হলেও আমি খুব খুশি খুশি মন নিয়ে তাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি -- নদীর ঢেউ দেখব বলে। নদীর ঢেউয়ে যদি তার মনের দুঃখ ধুয়ে যায় - সে একমাত্র আমাকেই ভালবাসবে, তার সকল আশা ভরসা হব আমি, আমার সব ইচ্ছাগুলো। অতঃপর তাহার দুঃখে আমার কলিজা শান্তি 😊।
বউকে ভালবাসি😍, তার দুঃখই আমার দুঃখ 🤔, তার সুখে সুখী।
কল্পনাসূত্রঃআগামী পাচ বছর পর এমন একটা ঘটনা আমার সাথে ঘটলেও আমি অবাক হবনা। আমার বউয়ের সময় বিক্রি হউক তা আমি চাইনা বলেই এমন আকাঙ্কা - তার ষোল আনাই চাই আমার।।।
নোটঃ রিগ্রেট ফর ইউ গাইস! আমি কোন গোপন কথার ঝুড়ি উন্মুক্ত করতে বসিনি এখানে। জিজ্ঞেস করতে পার - তবে এমন শিরোনাম কেন। উত্তরে "দর্শক আকর্ষণ" ছাড়া আর কিছুই বেড়ুবেনা হয়ত। আজকাল পত্রিকাগুলো এমনটাই করে থাকে - কাটতি কাটানোর জন্য কত রকমের শিরোনাম যে তারা দেয়। আপনি যদি আমার নিয়মিত পাঠক হয়ে থাকেন আপনাকে প্রতারিত করার জন্য দুঃখিত, তবে যারা শুধু এ শিরোনামের আকর্ষণে পরেছেন তাদের জন্য সমবেদনা বৈ কিছুই থাকবে না। 😆😆
আমার বাড়ি রয়্যাল ডিসট্রিক্টের আশেপাশে বলে বউও বেছে নিয়েছি রয়েল সাবজেক্ট দেখে। সে ২০১৪ সালে অনার্স শেষ করে এখন চাকরী খুজতেছে। সোনার হরিণ -সে কি আর চাইলেই পাওয়া যায়!! আমার বউ আজও চাকরী পায়নি -- সে কত করে যে চেষ্টা করে। চেষ্টা করতে করতে গায়ের শ্যামলা বর্ণ এখন ধুসর কালোতে রূপ নিয়েছে, দিনরাত খাট থেকে বিছানায়, চেয়ার থেকে কেদারায় পরেই যাচ্ছে,পরেই যাচ্ছে। তবুও চাকরী তো আর ধরা দেয়না। তার সব আশা পুঞ্জিভুত শুধু একটা ভাল মানের চাকরীতে - যার দ্বারা সে সকলকে খুশি করতে পারে। প্রতি বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকালে তার মুখ দেখলে আমারও মন চায় একটা চাকরী খুজি কিন্তু সাহস পাইনা - শুধু তার আশা ভরা মুখ দেখে একটা মিস্টি হাসি দিয়েই খ্যান্ত হই। শুক্রবার দুপুর - সে পরীক্ষা দিয়ে এলেও সে আশাভরা মুখ অমলিনই দেখি - প্রান ভরে। আশা শেষ হয় না, সে অপেক্ষা করতে থাকে-কবে তার রেজাল্ট দিবে, সে আমাকে বলতে পারবে "আমি সফল, আমার চাকরী হয়ে গেছে"। আজ (কল্পিত) শুনলাম তার ইন্টারভিউর রেজাল্ট দিয়েছে এবং সে সফলভাবে অকৃতকার্য রূপে তালিকাভুক্ত হয়েছে।
আজ আমার বউ আর কথা কয়না আগের উচ্ছাস নিয়ে,মুখে কেমন একটা লজ্বার ছাপ পরেছে৷ রেজাল্ট হয়েছে শুনে বহুজন বহুদিক থেকে কল দিচ্ছে কিন্তু সে কল আর কান অবধি পৌছয় না - বান্ধবীরা ডাকলেও কেমন কানের মেশিন নষ্ট ভাব 😄।শত হলেও বউ তো, আর একটাই মাত্র বউ - তার কষ্টই আমার কষ্ট, তার ব্যথাই আমার ব্যথা - হোক সেটা বাহিরে বা ভিতরে। তার চাকরী হয়নি ব্যপারটা শুনলে মনের ভিতরের কোষগুলো অজানা কারণে নাচানাচি শুরু করে - এই ভেবে যে, বউ এখন আপাদমস্তক আমার,চাকরী হয়ে গেলেতো তার অর্ধেকটা মাস শেষে মোটা অংকের টাকার কাছে বিক্রি হয়ে যাবে৷
আমি কখনও চাইনা আমার একমাত্র বউ অন্যের অধীনে চাকরী করুক, কিন্তু তার একান্তিক ইচ্ছার কারণে ইন্টারভিউ পর্যন্ত সায় দিয়ে দিনভর দোয়া করি যেন চাকরী- ফাকরী এসব তার না হয়😊।
কত কথাই বলে ফেললাম - ভিতরের সব কথা কেমন করে যেন বের করে দিলাম দ্বিধাহীনভাবেই। দুঃখিত, আমার বউ এহেন সিচুয়েশনে পরে মারাত্বক আহত হলেও আমি খুব খুশি খুশি মন নিয়ে তাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি -- নদীর ঢেউ দেখব বলে। নদীর ঢেউয়ে যদি তার মনের দুঃখ ধুয়ে যায় - সে একমাত্র আমাকেই ভালবাসবে, তার সকল আশা ভরসা হব আমি, আমার সব ইচ্ছাগুলো। অতঃপর তাহার দুঃখে আমার কলিজা শান্তি 😊।
বউকে ভালবাসি😍, তার দুঃখই আমার দুঃখ 🤔, তার সুখে সুখী।
কল্পনাসূত্রঃআগামী পাচ বছর পর এমন একটা ঘটনা আমার সাথে ঘটলেও আমি অবাক হবনা। আমার বউয়ের সময় বিক্রি হউক তা আমি চাইনা বলেই এমন আকাঙ্কা - তার ষোল আনাই চাই আমার।।।
বউয়ের লজ্বা, আমার সুখ
Reviewed by সার্থান্বেষী
on
সেপ্টেম্বর ২৩, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: