কবিতা সেই ছেলেটি
সেই ছেলেটি
ভাল ছিল ছেলেটি স্কুলে পড়ত,
মিথ্যা ছেড়ে সে সত্য সদা বলত।
স্কুলের কাজ সে নিয়মিত করত
মায়ের হুকুমত কড়া-কড়া মানত।
খেলাধুলা আড্ডাতে মন তার নাই যে,
আজানের সুর শুনে ছুট দেয় নামাজে
আধার ঘনিয়ে পর পোহাবে রাত্রি,
কবে সে হবে যে জান্নাতের যাত্রী।
ছেলে মার বড় হবে দেখে মা স্বপ্ন,
বাবুওতা দেখত বড় হবার স্বপ্ন।
স্কুল শেষ করে বাবু আজ কলেজে,
আড্ডায় বন্ধুরা চৌধুরীর কটেজে
মন তার বসে না নতুন এ রাজ্যে,
আড্ডার সুরশুধু কানে তার বাজছে
একদিন খোকা বলে আড্ডায় যাব রে,
চল তবে যাবি আজ পিছু-পিছু আয়রে।
খোকা বাবু ক্লাস ছেড়ে বসে পড়ে আড্ডায়,
ভাল লাগে লগন তার মন যায় টানটায়
আরও কবিতা এখানে
একবারই নেওনা
তাতে কিছু হবে না,
এসব ছাড়া যে আজ,
আড্ডাও জমে না।
টানে টানে বাবু পায়
আস্ত মালটা,
বাবু আজ পেয়ে গেল
আড্ডার মজাটা।।
মা বকে বাবা তুই
কেন আজ পড়িসনা?
ক্লান্ত আজ মা আমি
ভর্ৎসনা করিসনা।।
আরও কবিতা এখানে
বিধাতার তরে মা
কাদে দিবা-রাতে,
অশ্রুর ফোয়াড়া পরে তার হাতে
ছেলে তার পাবে সুখ এটুকুই চাওয়া,
দুঃখ পেলে ছেলে তার, দুঃখ হয় পাওয়া।।
বিপর্যয়েে পড়ে আজ বাবু বড় ক্লান্ত,
বুঝে ধরে এত পথ সবই ছিল ভ্রান্ত।
আরও কবিতা এখানে
খুজে ফিরে মার করা সেই বড় স্বপ্ন,
হারিয়ে সে পথ খুজে ফিরে বুকে নিয়ে স্বপ্ন।
সুশীতল ছায়াতল চেয়ে আছে অবনি,
কবে হবে বড় বাবু সুখী হবে জননী।।
আজ মার বাবুটি পরে আছে দুরদেশে,
জানেনা মা কি রকম বাবু আছে কোন বেশে
বাবু আজ ভালছেলে পড়ালেখা করে,
মায়ের আদেশ সে মনে ধারন করে।।
মায়ের ছেলে ভালছেলে
ভালবাসে নিজের কাজ,
ভক্তি নিয়ে শ্রদ্ধা করে,
করে সে তার কাজ।।
আল্লাহকে ভয় পায়,
করে তার ইবাদাত,
হাত তুলে বিধাতায়
করে সে মোনাজাত।।
আরও কবিতা এখানে
# বাস্তব ঘটনাবলম্বনে রচিত ছড়াটি আজ কড়া নারে সেই ছেলেটির মনে।কি আজ হবে তার আল্লাহই ভাল জানে।। সেই ছেলেটি আজ সকলের দোয়া প্রার্থী।
রচনাকাল- শেষপ্রহর,
২৪ অক্টোবর ২০১৫
কবিতা সেই ছেলেটি
Reviewed by সার্থান্বেষী
on
সেপ্টেম্বর ২৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: