বাংলা কবিতা "জননী "
জননী আমার স্বর্গসম তোমার আসন শিরে, বাধন ছিড়েও ভিড়বে তরি ভিড়বে তোমার কুলে।। মান তাহার আকাশ চুম্বী ভালবাসা সীমাহীন, পরাভুত আমার স্নেহ মমতা ভাবাবেগ সবই অর্বাচীন ।
আরও কবিতা এখানে
জননী তুমি স্বর্গসম
তোমার আসন শিরে।
তোমায় খুজি স্বর্গমাঝে,
নরক তোমার ধারে
তুলে নাও কোলে
এ বুকে তোমার নরকের আধারে।
তুমি সেই রমনী, আরও কবিতা এখানে
পায়ের ধুলোয় স্বর্গ খুজি আধারে মুখ গুজি,
পদচিহ্নই স্বর্গ তোমার পেয়েই গেলাম বুঝি!!
আ
সিয়া অলক্ষ্যে খুজে ফিরি আজো
অসাধ্য এই নুুড়ি ,
শুন্যকরিয়া হিরে জহরত
ছিল শত ভরা ঝুড়ি।।
জননী তুমি স্বর্গসম
তোমার আসন শিরে।
আরও কবিতা এখানে
ছেদিয়া বক্ষ লইয়াছি আসন
তোমার হৃদীমাঝে,
আজি কেন তবে মিছে মিছে তুমি
রহিয়াছ ভিন্ন সাজে।।
রমনী তোমার পায়ের ধুলোয়
রত্ন কুড়ানোই রীতি,
বুকের মাঝেই খুজে ফিরি সব
হারিয়ে ফেলা স্মৃতি।।
আরও কবিতা এখানে
চটি জোড়া আজো
পরে থাকে যদি চেয়ে থাকি অপলক,
এই বুঝি পেলাম জহরতখানি
কুড়িয়ে তুলি ঝারে।।
না না পাওয়া হল না...
এইবার বুঝি পাবই তবে
পাবই হিরে খনি,
পদচিহ্ন অনুসরনে
তাহাই সুত্র মানি।।
আরও কবিতা এখানে
রচনাকালঃ ১২ অক্টোবর ২০১৫ (বিকাল-- ৪:২৫)।
বাংলা কবিতা "জননী "
Reviewed by সার্থান্বেষী
on
সেপ্টেম্বর ২৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: