তোমাকে লেখা পত্র আমার
শিরোনাম টায় কেমন প্রেম প্রেম ভাব, বাস্তবিক অর্থে আমরা ভালোবাসা বুঝতে কি শুধু প্রেম বুজি নাকি তার থেকে অন্য কিছু বুঝি? ভালোবাসা শুধু কি বাবা মা ভাই বোন বা একান্ত কারো জন্য হয় , নাকি মানুষ অন্য কিছুকেউ ভালোবাসতে পারে। তেমন কিছু জানতে চলেছি আমরা।
গাছপালা, আকাশ ,প্রকৃতির প্রতি ভাল লাগা ছোটবেলা থেকেই তাইতো স্কুল ছুটির পর ঘাসের উপর হাটা, দৌড়ে গিয়ে লজ্জাবতি গাছ ছুয়ে দেয়া, ছোট ছোট পাহাড় থেকে লাফিয়ে পরা , এসব কিছুই ছিল ভাল লাগা আর ভালোবাসা থেকে। মেয়েটির নাম সুপ্রিয়া। সে এসব কিছু করতে খুব ভালোবাসতো । বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে ও সে ভিজত। যেখানে পানি জমে থাকত , সেখানে গিয়ে লাফিয়ে তার বন্ধুদের সেই কাঁদা ময়লা পানি দিয়ে ভিজিয়ে দেয়া ছিল তার অভ্যাস। সে প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করত , সময় যায় বয়স বাড়ে মানুষ এক গন্ডি পেরিয়ে যায় আর এক গন্ডিতে।
সময় হল স্কুল ফেলে কলেজে যাওয়ার, এ সময় পিছনে ফেলে আসা হল সেই বন্ধু বান্ধব , পূরনো পথ , চেনা জায়গা । সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে নতুন কে বরন করতে হয় তা সে জানত , তাই সে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তার মন বসে না । সে এখনও আকাশ দেখে , বৃষ্টিতে ভিজে কিন্তু কোন কিছুতেই সে আর আগের আনন্দ পায় না । এখন তার দুঃখ-কষ্ট সব কিছু র সঙ্গী আকাশ, গাছপালা। এভাবে চলতে চলতে এক সময় সে লক্ষ্য করল কলেজের পাশে একটা পাতাহীন গাছ । অনেক দিন ধরে দাঁড়িয়ে থেকে সে একই দৃশ্য দেখে , হঠাৎ একদিন দেখা গাছের সবুজ পাতা গজিয়েছে । তার মনে পড়ে ইংরেজি এক কবি william Wordsworth এর কথা. হঠাৎ এমন নাম অবাক করার মত । সে ইংরেজি সাহিত্যের ছাত্রী , সে সূত্রে এ কবিকে কিছু টা চেনা র সুযোগ হয়েছে তার।
“Come forth into light of things,let nature be your teacher”- william Wordsworth
“Nature never did betray the heart that loved her”- william Wordsworth
এমন অনেক কোটেশন তার শোনা হয়েছে কিন্তু কোনো টি সে অনুভব করে নি আগে।
সেদিনের পর সে এখন ছাদে যায় , আকাশ দেখে , গাছপালা দেখে আর সাথে থাকে একটা বই । সে প্রকৃত পক্ষে এখন প্রকৃতিকে ভালবাসে ,এ আকাশ এখন তার বন্ধু ।
এ ভাললাগার জানান দেয়াই হল এ চিঠি।
@চট্টগ্রাম/০৬/০৭/১৮
তোমাকে লেখা পত্র আমার
Reviewed by সার্থান্বেষী
on
সেপ্টেম্বর ১৯, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: