I will be nothing- আমি কিছুই হবনা
আমার বাবা প্রায়ই কেন যেন বলত,”তোকে দিয়ে কিচ্ছু হবে না “। আমি তখন মনে মনে বলতাম, আমি কি হব কি হবনা সেটা আপনাকে আমি দেখাই দিব। সেই থেকে মনে ভুত চাপল একাধিক কাজ করার।একসাথে একাধিক কাজ আমি করি শুধু এটা প্রমান করার জন্য যে আমিও পারব, একদিন সবাই আমাকে দেখেই আমার বাবাকে সম্বোধন করবে আর বলবে, “এই,ঐটা তরুর বাবা না?”।কিন্তু! কিন্তু আমি পারিনি, পদে পদে প্রতিটি কাজেই আমি অপরিপক্কতা দেখিয়েছি নানান কারণে। আজও পারিনা কোন একটা কাজ ঠিকমত করতে।
আমি যাই হই না কেন তা কেন যেন ঠিকমত করতে পারিনা। ধরুন, আমি স্কুলে যাই আসি বলে সবাই বলে আমি “ছাত্র”, আবার ক্লাসে এসে স্যাররা বলে “আমি ছাত্র নামের কলঙ্ক”।আমি পারিনি ঠিকমত ছাত্রত্বকে জাহির করতে।
গতকালকে শেষ হওয়া তিনদিনব্যপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা থেকে যে শিক্ষা আমরা নিলাম তার প্রতিফলন আমার কাজে নেই বিন্দুমাত্রও। কত উদাহরণ, কত ব্যখা, কত অভিঙ্গতা যে সকল অন্যায়ের বিপক্ষে সিদ্ধ হস্ত নিয়ে এগোতে হবে তরুনদেরই। আমি আজও পারিনা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে, বাধার মুখে জোয়ারের পানি হতে আজও আমার বুক কাপে।আমি পারিনা ভয়কে জয় করতে, তবে কি আমি তরুন না??
তবে কি আপনিও তরুন না? তিনদিনের প্রোগ্রামে অনেকেই ছিলেন যারা ট্রেইনারদের বার বার বলছিল আপনারা অন্যায়ের বিরুদ্ধে যদি লিখতে নাই পারেন তবে আপনারা কেন এ কাজ করেন? ঠিক একই প্রশ্ন যদি আপনাকে করা হয় উত্তর কি হবে জানিনা তবে আমি বলছি, হাউজ পলিসি,আর নানারকম বাধা! সে বড় খারাপ জিনিস।সত্যকে সে মিথ্যা বানাতে পারে আবার মিথ্যাকে খাটি সত্য যার জন্য আইন পরিবর্তন করে পুরস্কারও দিতে পারে।
ওহ, বড় একটা কথা বাদ পরে গেছে। আমি একবার এক জায়গায় টিউসান পড়াতে গিয়েছিলাম। আমি যাকে পড়াতাম তার দুইজন শিক্ষক ছিল। তো একদিন আমি গেলাম ঠিক সময়মত গিয়ে দেখি ঐ স্যারকে শিক্ষার্থীর গার্ডিয়ান সালাম না দেয়ায় বকাবকি করছে।আমি মনে মনে ভাবলাম যাক বাবা আমাকে তো বলেনি, আমি বেচে গেলাম।খানিক বাদে একটু বড় হয়ে ভাবলাম, এটা কেমন কথা না? আমিও যখন একজন শিক্ষক তখন অপর শিক্ষক যখন বকা খাচ্ছে আমার উচিত ছিল না তার পাশে দাড়ানো! তার পক্ষ হয়ে কথা বলা? সেই থেকে মনে মনে বললাম, “আমার বাবা মরে গেছে তবে একটা চরম সত্য বলে মরেছে। আমাকে দিয়ে সত্যিই কিচ্ছু হবে না। আমি শিক্ষক হয়েও যখন অন্য শিক্ষকের পক্ষে ন্যায়ভাবে দাড়াতে পারিনি তাহলে আমি কি নাম রাখি শিক্ষক হবার? নাকি শুধু টাকা কামানোর জন্য শিক্ষক আমি। সেই থেকে আর শিক্ষক হইনা, ভেবেও রেখেছি এমন শিক্ষক না হওয়ার”।
আজও ঘুরি আর কাঁদি, আমাকে দিয়ে কি কিছুই হবে না??
CHITTAGONG,
05MAY 2018
I will be nothing- আমি কিছুই হবনা
Reviewed by সার্থান্বেষী
on
সেপ্টেম্বর ১৩, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: