টীকাঃ সংগ্রহে রাজিব হোসেন

১. লাইনপ্রথা কী?
রাজিব হোসেন

উত্তরঃ ১৯৩৭ সালে আসামে বাঙালিদের নির্যাতন ও নিপীড়নের জন্যে এ প্রথা চালু হয়।এ প্রথা অনুযায়ী বাঙালিদের একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বসবাস করতে হতো যার ফলে বাঙালিরা অসহায়, দরিদ্র ও ভূমিহীন হয়ে পরে এবং এর বিরুদ্ধে ১৯৩৭ সালেই তীব্র প্রতিবাদ গড়ে তোলে  মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আসামের ধুবড়ী মহকুমার ভাসানচরে ‘লাইনপ্রথা’ ভাঙার আন্দোলনের ডাক দেন।

২. স্বায়ত্তশাসন বলতে কি বুঝেন?

উত্তরঃ স্বায়ত্তশাসন বা স্ব -আয়ত্তের শাসন বলতে বুঝায় স্বজাতীয় বা স্বদেশ বাসী কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থা।

৩. উদারতাবাদ ও রক্ষণশীলতাবাদের মধ্যে প্রার্থক্য

উত্তরঃউদারতাবাদীরা সংস্কারকের মাধ্যেমে সামাজিক উন্নয়নের নীতি অনুসরণ করে এবং এরা যেমন রক্ষণশীলতা মতবাদের বিরোধী তেমনি বিপ্লবেরও বিরোধী।

৪. স্বাতন্ত্র্যবোধ কী?

উত্তরঃ স্বাতন্ত্র্য বলতে স্বাধীনতাকে বুঝায় আর এ স্বাধীনতা উপলব্ধির মাধ্যেমেই স্বাতন্ত্র্যবোধের জন্ম।

৫. আধ্যাত্নিক বলতে কি বুঝায়?

 উত্তরঃ অধ্যাত্ন্য হচ্ছে ঈশ্বর বা আল্লাহ সম্বন্ধীয় বিষয়  এবং এই বিষয়ে জ্ঞান অর্জনই হলো আধ্যাত্নিক জ্ঞান। 

৬. আধিপত্যবাদ বলতে কি বুঝায়? 
উত্তরঃ এক রাষ্ট্র যদি অন্য বা অন্যান্য রাষ্ট্রের উপর নিজের আধিপত্য চাপিয়ে দিতে চায় অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব নস্যাত্ করে সেসব রাষ্ট্রের সরকার, প্রশাসন, অর্থনীতি,  সমাজ ইত্যাদির উপর নিজের প্রাধান্য চাপিয়ে দিতে চায় তখন প্রথম রাষ্ট্রের এ প্ররণতাকে বলা হয় আধিপত্যবাদ।

৭.মূখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রার্থক্য।

উত্তরঃ মূখ্য অর্থ প্রধান। মূখ্যমন্ত্রী হলো প্রধানমন্ত্রী তবে তা হচ্ছে যুক্তরাষ্ট্রেই শাসনব্যবস্হার প্রাদেশিক সরকারের মন্ত্রিসভার প্রধান এবং প্রদেশবিহীন কেন্দ্রীয় শাসনব্যবস্হা বা যুক্তরাষ্ট্রিয় কেন্দ্রীয়শাসন ব্যবস্হার সরকার প্রদান হলেন প্রধানমন্ত্রী।
৮. সার্বভৌম কি?

উত্তরঃ  সার্বভৌম এর অর্থ হলো সর্বাধিকার যার দরুন রাষ্ট্র তার নিজের আয়ত্তাধীন সমস্ত এলাকার অভ্যন্তরীণ ও রাষ্ট্রীয় ব্যপারে সর্বক্ষমতাসম্পন্ন কর্তা হবে অর্থাৎ অপর কোন রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হবে না।

@রাজিব হোসেন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  
টীকাঃ সংগ্রহে রাজিব হোসেন টীকাঃ সংগ্রহে রাজিব হোসেন Reviewed by সার্থান্বেষী on জুন ২৪, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.