তাহমিদ চৌধুরী সংগৃহীত টীকা
উত্তরঃ লাইন প্রথা হল মূলত আসাম রাষ্ট্রের স্বদেশীয় সম্প্রদায়কে অভিবাসী মুসলমান বাংলাভাষী জনগোষ্ঠী থেকে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা। আদিবাসী ও বাঙালি অভিবাসীদের মধ্যে নানা কারণে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয় , সেই উদ্দেশ্যকে সামনে রেখেই লাইন প্রথার প্রবর্তন হয়।
২. স্বায়ত্তশাসন বলতে কি বুঝায়..
-উত্তরঃ স্বায়ত্তশাসন হলো যে প্রতিষ্ঠানগুলো সরকারের অর্থ সহায়তায় পরিচালিত হয় কিন্তু প্রশাসন নিজেদের নিয়মে পরিচালিত হয়। বাংলাদেশের বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান স্বায়ত্তশাসনের আওতায় পরিচালিত হচ্ছে।
যেমন- বাংলাদেশ ব্যাংক, সরকারি বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ, দুদক ইত্যাদি
৩. উদারতাবাদ ও রক্ষণশীলতা পার্থক্য..
-উত্তরঃ উদারতাবাদ হলো রাষ্ট্রীয় কতৃত্ববাদ এর বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা নীতি প্রতিষ্ঠা করা। যেখানে রক্ষণশীলতা হল দ্রুত পরিবর্তনের বিরোধী ,যেটা ব্যক্তিস্বাধীনতার ঊর্ধ্বে উঠে সমাজের ঐতিহ্যকে ধরে রাখার প্রতি গুরুত্ব প্রদান করে।
৪ .প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য কি..
-উত্তরঃ মুখ্যমন্ত্রী হল একটি দেশের কোন রাজ্যের সরকার প্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হলেন সকল রাজ্য তথা দেশের ক্ষমতাসীন দলের নির্বাচিত সরকার প্রধান।
৫. আধিপত্যবাদ কি..?
উত্তরঃ আধিপত্যবাদ হলো নিজেদের শক্তি-সামর্থ্য কে পুঁজি করে সমাজের বা কোন ভূখণ্ডের সংখ্যালঘু অথবা অবহেলিত জনগোষ্ঠীর উপর নিজেদের প্রতিষ্ঠিত ধর্ম ,সংস্কৃতি, ঐতিহ্য চাপিয়ে দেওয়া। ধর্ম সংস্কৃতি ছাড়াও আধিপত্যবাদের বিস্তৃতি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও সুদুরপ্রসারী।
- তাহমীদ চৌধুরী
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- tahmidchowdhury94@gmail.com
তাহমিদ চৌধুরী সংগৃহীত টীকা
Reviewed by সার্থান্বেষী
on
জুন ২৪, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই: