তোমার বোল ফোটায় - এস.এম.রিক্ত



শরতের হাওয়ায়
   শুভ্রতা ছড়ায়
মৃদ স্বরে বলি
   চল ছুটে চলি

সম্ভাবনার দ্বার
    বুঝি বদ্ধ এবার
হেমা বুঝি এলো
    সব গেলো গেলো

কোকিলের কুহুতান
      বার্তা নিয়ে এলো
বসন্তের জয়গান
   হালে পাল তোলো।

পৌষের শীতে
     শিশিরের ফোটায়
লাউয়ের ডগায়
     প্রজাপতির ছোয়ায়

বিন্দু বিন্দু জলে
  ওরা কিছু বলে
কান পেতে শুনি
   তোমার বোল ফোটায়।
তোমার বোল ফোটায় - এস.এম.রিক্ত তোমার বোল ফোটায় - এস.এম.রিক্ত Reviewed by সার্থান্বেষী on জুন ২৫, ২০২০ Rating: 5

Post Comments

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.