সত্য ঘটনার পুলিশ ডায়েরী- মধু যখন বিশ

মধু যখন বিশ - সত্য ঘটনার পুলিশ ডায়েরী


বিগত ২০১২ সালে  মামলার বাদী শায়লা (ছদ্মনাম) এর  সহিত ৫ লক্ষ টাকা দেন মোহরে শাকিল (ছদ্মনাম)  বিবাহ হয় । বিবাহের পর নিজেদের বাড়ী না থাকায়  বিভিন্ন ভাড়া করা বাসায় একত্রে বসবাস করে।বসবাসকালীন প্রথমদিকে তাহাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক হইত !  পরের দিকে এটায় কিছুটা ভাটা পড়িয়া যায়।  

 শায়লা একটি মেডিসিন কোম্পানিতে জব করে। সে সুবাদে টাকা পয়সা নিয়ে শাকিল  বিভিন্ন সময় শায়লাকে প্যাদানি দিলে একদিন প্রতিবাদী হয়ে যায়।  

 যৌতুকের দাবীতে শায়লাকে  মারধর করায় শায়লা এপ্রিল/১৭ মাসে   আদালতে শাকিল এর বিরুদ্ধে  সি আর কেস  দায়ের করেন। 

উক্ত  মামলায় আসামী শাকিল  সেপ্টেম্বর ২০১৭ মাসে    আদালতে হাজির  হইয়া জানায় যে, সে
শায়লা কে ২১.৪.২০১৬  তারিখ তালাক প্রদান করিয়াছে আর এর প্রমান হিসাবে 
শাকিল আদালতে তালাক নামা দাখিল করেন ।


অথচ মে/২০১৭ মাসে শাকিল আদালতে শায়লার বিরুদ্ধে একটি চুরি কেস দিয়েছিলেন।  উক্ত কেস এর আবেদনে  শাকিল শায়লা কে নিজের স্ত্রী হিসাবে উল্লেখ করেন।  
এবং কেসের আবেদনে শাকিল উল্লেখ করেন যে ' শায়লার সাথে সংসার করিতেছেন ও স্বামী হিসাবে সব দায়িত্ব পালন করিতেছেন।  

শাকিল মুলত  তালাক প্রদান করার বিষয় টি গোপন রাখেন এবং অন্য মানুষ দ্বারা শায়লার পক্ষে তালাকের নোটিশ রিসিভ করান।  
তালাকের পরেও শায়লাকে  না জানাইয়া
তাহার কাছ থেকে মধু পান করিতে থাকে   ।


 যাহা আইনানুগভাবে স্ত্রী না হওয়া সত্ত্বেও স্ত্রী বুঝাইয়া 
শারীরিক সম্পর্ক করার অপরাধ।যাহা আইনানুযায়ী রেইপ।  

- সাইয়েদ আসাদ 
- বাংলাদেশ পুলিশ
সত্য ঘটনার পুলিশ ডায়েরী- মধু যখন বিশ সত্য ঘটনার পুলিশ ডায়েরী- মধু যখন বিশ Reviewed by সার্থান্বেষী on জুন ২৯, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.