ইসরাত ঈশতি'র কবিতা -" দেখা হবে কী আবার?"
দেখা হবে কী আবার
ব্যস্ত শহরের শেষ বিকেলে
দেখা হবে কী আবার
কোনো এক গ্রামে গোধূলি বেলায়
হবে কী আবার সেই
আমি, তুই, আর তোদের আড্ডা
পাবো কী দেখা আবার
সেই সবুজের সমারোহ
যেথায় প্রকৃতি গাইবে আবার
আরও কবিতা এখানে
আমরা কি বুঝেছি আজও
প্রকৃতির নিষ্ঠুর মায়া
তার যতটুকু ক্ষতি করেছি আমরা
সে ঠিকই তার প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে
আমরা কি বুঝেছি আজও
দিন শেষে, সবারই অপেক্ষা
দেখা হবে কী আবার??
কোনো নতুন ভোরে,
এক সুস্থ স্বপ্নের শহরে।
লেখকের সব লেখা - এখানে
- Israt Jahan Eiste
-12th Grade Student
- Bangladesh Navy College, Chattogram
ইসরাত ঈশতি'র কবিতা -" দেখা হবে কী আবার?"
Reviewed by সার্থান্বেষী
on
জুন ২৬, ২০২০
Rating:
Reviewed by সার্থান্বেষী
on
জুন ২৬, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই: