করোনা সংকটকালে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা
"বাংলাদেশ ব্যাংক" বাংলাদেশ সরকার ও দেশে পরিচালিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব তথা দেশের এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের আশু পদক্ষেপ নেওয়া সময়ের দাবি ছিল। এমন উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ঠিক সেই কাঙ্ক্ষিত অভিভাবকসুলভ আচরণই করেছে।
করোনা নিয়ন্ত্রণে দেশের সব মানুষই কিছু না কিছু অবদান রেখেছে। কেউ অবদান রেখেছে প্রত্যক্ষ সেবা দিয়ে কেউবা পরোক্ষভাবে। যেমন বলা যায় সাধারণ মানুষ অবদান রেখেছে সরকারের গৃহীত আইন ও লকডাউন নীতি অনুসরণ করে। ঠিক সামনের সারিতে থেকে সরকারের হয়ে কাজ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংকটি।
করোনার প্রাক্কালে 31 শে মার্চ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে আগামী 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত কোন ধরনের ঋণের কিস্তি পরিশোধ করা লাগবে না এবং এই সময়ে ঋণগ্রহীতারা ঋণখেলাপিরর আওতা বহির্ভূত হবেন। যেসব ব্যবসায়ীরা আমদানি-রপ্তানির সাথে জড়িত বিশেষ করে কাঁচামাল ও জীবনরক্ষাকারী ওষুধ আমদানি রপ্তানির সাথে জড়িত তাদের এলসি ব্যবহারের মেয়াদ বৃদ্ধি সহ কিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক যাতে করে করোনা পরিস্থিতিতে এমন ব্যবসায়ীরা খারাপ অবস্থার শিকার না হোন। এছাড়াও রিপু ইন্টারেস্ট রেট 6 শতাংশ থেকে কমিয়ে 5 দশমিক 75 শতাংশ নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংকটি।
এগুলো ছাড়াও সরকারি ট্রেজারি পুনঃক্রয় ,প্রমোশন অফ পেমেন্ট সার্ভিস, তারল্য নীতি পরিবর্তন সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 27 এপ্রিল কৃষি ঋণের ক্ষেত্রে পূর্বের তুলনায় কম সুদে ঋণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক যেখানে ব্যাংকটি ভর্তুকি দিবে পাঁচ শতাংশ। কৃষি ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যেন করোনা পরিস্থিতিতে অন্তত কৃষিখাতে উন্নতির ছোঁয়া পাওয়া যায়। 12 মে 2020 বাংলাদেশ ব্যাংক বৈদেশিক আয়ের ক্ষেত্রে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রবাসীদের প্রেরিত অর্থের বিনিময়ে তাদেরকে 2% সুদ দেওয়া হবে। এমন সিদ্ধান্তের ফলাফল 25 জুন দেশের মানুষ দেখেছে যে দিন দেশের ইতিহাসে প্রথম 35.09 বিলিয়ন রিজার্ভ জমা হয় এবং পৃথিবীর 39 তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিচিত হয় বাংলাদেশ।
অর্থনীতির বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পদক্ষেপের পাশাপাশি দেশের সবগুলো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে ব্যাংকটি । এমন উদ্ভূত পরিস্থিতিতে যারা ব্যাংকে কাজ করেছে তাদের জন্য স্পেশাল ইন্সেন্টিভ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
সর্বোপরি বলা যায় একজন অভিভাবক যেভাবে তার পরিবারকে আগলে রাখে , বাংলাদেশ ব্যাংকও সংকটাপন্ন পরিস্থিতিতে সরকার ও দেশের মানুষের জন্য অভিভাবকের ভূমিকাই পালন করেছে
©tahmidchowdhury94@gmail.com
করোনা সংকটকালে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা
Reviewed by সার্থান্বেষী
on
জুন ২৫, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই: