গুরুত্বপূর্ণ টীকা- সংগ্রহে এম এইচ হাসনাত

১)লাইন প্রথা

লাইন  প্রথা বলতে সীমানা নির্দিষ্ট করনকে বুঝায়। অর্থ্যাৎ একটি অঞ্চল, নির্দিষ্ট ভূখন্ড অথবা একটি দেশকে অন্য অঞ্চল,  ভূখণ্ড বা দেশ থেকে আলাদা করার যে সীমারেখা  তাকে লাইন বলে।১৯২০ সালে আসামের কামরূপ ও নওগাঁও জেলায় বাঙালি অভিবাসীদের বসবাসের একটি সীমারেখা হলো লাইন প্রথা। এ প্রথা ছিল মূলত আসাম প্রদেশের স্থানীয় সম্প্রদায়ের মুসলিম অভিবাসীদের থেকে স্থানীয়দের আলাদা করার সীমারেখা। 
  
২)স্বায়ত্তশাসন 

স্বায়ত্তশাসন  শাসন বলতে স্ব- শাসন কে বোঝায়। অর্থাৎ কোন প্রতিষ্ঠান যখন স্বাধীন ভাবে নিজেদের জন্য নীতি প্রণয়ন করার সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে তাকে স্বায়ত্তশাসন বলে।

৩) উদারতাবাদ ও রক্ষণশীলতাবাদের পার্থক্য

উদারতাবাদ হলো সকল মত,পথ,চিন্তা ও চেতনার প্রতি শ্রদ্ধাশীলতা। আর অন্যদিকে রক্ষণশীলতা বলতে বোঝায় পুরনোকে আঁকড়ে ধরে সমাজের যেকোন সংস্কারকে রুখে দেয়া। 

৪) স্বাতন্ত্র্যবোধ
স্বাতন্ত্র্যবোধ বলতে বোঝায় নিজস্ব স্বকীয়তা। সমাজের অসংখ্য বৈচিত্রের মধ্যে কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা প্রতিষ্ঠান তাদের আলাদা সত্তাকে স্বাতন্ত্র্যবোধ বলে।  সমাজবিজ্ঞানীরা যার নাম দিয়েছেন  culture similarities. 

৫) আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতার ইংরেজি প্রতিশব্দ God consciousness অর্থাৎ জীবনের সকল কাজের মাধ্যম সৃষ্টিকর্তা স্মরণ করে তাঁর নৈকট্য লাভের প্রক্রিয়াকে আধ্যাত্মিকতা বলে। 
৬) আধিপত্যবাদ
 সমাজবিজ্ঞানী আন্তোনিও গ্রামসি হেজিমনি তত্ত্বের হেজিমনি শব্দের বাংলা আধিপত্যবাদ। আধিপত্যবাদ বলতে বুঝায় সমাজের এক শ্রেণীর মানুষের উপর অপর আরেক শ্রেণীর মানুষের কর্তৃত্ব। আধিপত্যবাদের ব্যাপ্তি  মানুষের উপর মানুষের, সমাজের উপর সমাজের, এমনকি রাষ্ট্রের উপর রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত।

৭)মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মধ্যে পার্থক্য
 মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মধ্যে পার্থক্য
 একটি বৃহৎ রাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঞ্চল বা প্রদেশের নির্বাচিত প্রধানকে মুখ্যমন্ত্রী বলে।  আর অন্যদিকে একটি  স্বাধীন সার্বভৌম সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রের  সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়।
৮)সার্বভৌমত্ব
 একটি রাষ্ট্রের চারটি মূল উপাদান এর মধ্যে অন্যতম হলো সার্বভৌমত্ব। একটি দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক সম্পর্ক নির্ধারণের একচ্ছত্র ক্ষমতা কে সার্বভৌমত্ব বলে।

©এম এইচ হাসনাত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    
গুরুত্বপূর্ণ টীকা- সংগ্রহে এম এইচ হাসনাত গুরুত্বপূর্ণ টীকা- সংগ্রহে এম এইচ হাসনাত Reviewed by সার্থান্বেষী on জুন ২৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.