তরুন সংগঠক সিএম ওয়াছি জিতুর নেতৃত্বে কালভার্ট সংস্কার

তরুন সংগঠক সিএম ওয়াছি জিতুর নেতৃত্বে কালভার্ট সংস্কার।

লক্ষীপুর জেলার সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড মটবী গ্রাম একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ গ্রাম।এই গ্রাম এর প্রধান সড়ক এর মাঝামাঝি অবস্থানে একটি কালভার্ট রয়েছে,যা গত ৮ মাস আগে ৬৫ ভাগ ধসে পড়ে যায়, এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
ছবিঃ ভাঙ্গা কালভার্ট 

গত কয়েকমাসে অন্ধকার রাতে অসচেতনতায় পড়ে কমপক্ষে ৯ জন লোক আহত হয়েছেন বলে জানা যায়।স্থানীয় প্রতিনিধি মেম্বার এর সাথে কথা বলে জানা গেলো এই কালভার্টের টেন্ডার হয়ে গেছে কিন্তু বৈশ্ব্যিক অর্থনীতি মন্দা ও করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কাজটা করা সম্ভব হচ্ছে না।
সত্য ঘটনা পড়তে- পুলিশ ডায়েরী  

এই সম্পর্কে সিএম ওয়াছি উদ্দিন জিতু বলেন, উক্ত ভাংগা অংশে এই এলাকার ৪ জন সহ প্রায় ৯ জন লোক অসচেতনতায় পড়ে আহত হয়েছেন, তাই কিছু তরুন ও যুবসমাজ এর সাহস ও সহযোগিতা নিয়ে সংস্কার কাজ সম্পূর্ণ করেছি।
ছবিঃ কর্মরত এলাকার সাধারণ মানুষ 


ঐ এলাকার বাসিন্দাদের সাথে এই সম্পর্কে কথা  বললে তারা বলেন "অনেকদিন এর দুর্ভোগ নিরোসন হওয়ায় তারা আনন্দিত এবং সিএম ওয়াছি জিতু সহ এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া করছেন"।



তরুন সংগঠক সিএম ওয়াছি জিতুর নেতৃত্বে কালভার্ট সংস্কার তরুন সংগঠক সিএম ওয়াছি জিতুর নেতৃত্বে কালভার্ট সংস্কার Reviewed by সার্থান্বেষী on জুলাই ০১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Copyright 2020, All Rights Reserved by Blog Sarthanweshi

Blogger দ্বারা পরিচালিত.